16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

অন্টারিও লিবারেল পার্টি প্রধান স্টিভেন ডেলডুকার আমন্ত্রণে ভার্চুয়াল ইফতার পার্টি

অন্টারিও লিবারেল পার্টি প্রধান স্টিভেন ডেলডুকার আমন্ত্রণে ভার্চুয়াল ইফতার পার্টি - the Bengali Times
স্টিভেন ডেলডুকার আমন্ত্রণে ভার্চুয়াল ইফতার পার্টি

গত ২১ এপ্রিল বুধবার অন্টারিও লিবারেল পার্টি প্রধান স্টিভেন ডেলডুকার আমন্ত্রণে ভার্চুয়াল ইফতার পার্টির আয়োজন করা হয় ।

এই আয়োজনে ওকভিল নর্থ-বার্লিংটন থেকে রাইডিং থেকে লিবারেল পার্টি মনোনীত বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী কানিজ মৌলি সহ অন্যান্য রাইডিংয়ের প্রার্থীরা, বিশিষ্ট আলেমগণ ও লিবারেল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

কানিজ মৌলি উপস্থিত সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং গ্রেটার টরন্টোর বাংলাদেশীসহ অন্যান্য সকল মিডিয়াকে সহযোগিতার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠান শেষে সমগ্র মানবজাতির জন্যে বিশেষ দোয়া করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles