
গত ২১ এপ্রিল বুধবার অন্টারিও লিবারেল পার্টি প্রধান স্টিভেন ডেলডুকার আমন্ত্রণে ভার্চুয়াল ইফতার পার্টির আয়োজন করা হয় ।
এই আয়োজনে ওকভিল নর্থ-বার্লিংটন থেকে রাইডিং থেকে লিবারেল পার্টি মনোনীত বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী কানিজ মৌলি সহ অন্যান্য রাইডিংয়ের প্রার্থীরা, বিশিষ্ট আলেমগণ ও লিবারেল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কানিজ মৌলি উপস্থিত সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং গ্রেটার টরন্টোর বাংলাদেশীসহ অন্যান্য সকল মিডিয়াকে সহযোগিতার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে সমগ্র মানবজাতির জন্যে বিশেষ দোয়া করা হয়।