16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

করোনার নতুন ভ্যারিয়েন্টে কানাডায় আতঙ্ক

করোনার নতুন ভ্যারিয়েন্টে কানাডায় আতঙ্ক - the Bengali Times
ছবি বিবিসি

ফের নতুন করে করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছেন কানাডাবাসী। গত বছরের মার্চে প্রথম করোনা শনাক্ত হয় কানাডায়। তারপর থেকে এখনও পর্যন্ত ২৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অদৃশ্য এই আতঙ্কের সঙ্গে যোগ হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট বা ধরন। যা ঠেকাতে সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে। ইতোমধ্যেই কানাডায় অন্টারিওতে ‘স্টে হোম অর্ডার’ রীতি মেনে চলতে হচ্ছে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ট্রিলসহ কয়েকটি সিটিতে লকডাউন ও চলছে।

জানা গিয়েছে, কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, কুইবেক এবং আলবার্টায় করোনার নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও গত বছর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত বন্ধ রয়েছে। তবে জরুরি কিছু সার্ভিস চালু রয়েছে।

- Advertisement -

দেশের নাগরিকদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার। তাছাড়াও নাগরিকরা যেন দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আসে সেদিকেও কঠোর পদক্ষেপ নিয়েছে দেশের সরকার।

- Advertisement -

Related Articles

Latest Articles