
নির্ভরযোগ্য সময়সীমার মধ্যে পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন সংগ্রহ করতে না পারায় অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ফেডারেল সরকারের সমালোচনা করেন। এ কারণেই অন্টারিও প্রদেশজুড়ে সমানভাবে ভ্যাকসিন বিতরণ করতে পারেনি। কিছু শহর বিশেষ করে অটোয়া তো অভিযোগই করেছে যে, বিদ্যমান ভ্যাকসিনের যে পরিমাণ জনপ্রতি হিসাবে পাওয়ার কথা তা তারা পাচ্ছে না। ট্রুডো সরকারের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ এনে ফোর্ড এর আগে বলেছিলেন, ফেডারেল সরকারের কাছ থেকে আমরা পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছি না এবং এটা একটা তামাশা। ভ্যাকসিন ক্রয় নিয়ে ফেডারেল সরকারের ভূমিকাকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন ফোর্ড।
ভ্যাকসিন ক্রয় নিয়ে ফেডারেল সরকারের বিরুদ্ধে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের সমালোচনা প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সত্যি সত্যিই আমরা জুনের শেষ নাগাদ অধিকাংশ কানাডিয়ানকে নিদেনপক্ষে এক ডোজ ভ্যাকসিন দেওয়ার দিকে এগোচ্ছি। সুতরাং আমরা একটা ভালো গ্রীষ্ম পেতে যাচ্ছি।
ট্রুডো বলেন, কারো দিকে অভিযোগের আঙুল তোলাটা সহজ কাজগুলোর অন্যতম। অনীতা আনান্দের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। মার্চের শেষ নাগাদ কানাডা যে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে এই প্রতিশ্রুতি আমি বেশ কয়েক মাস আগে প্রিমিয়ারদের দিয়েছিলাম। সন্দেহ সহকারে সেই প্রতিশ্রুতিকে তারা স্বাগতও জানিয়েছিলেন। ডগ ফোর্ডকে আমি বলব, আপনি তাতে আস্থা রাখতে পারেন।