16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘নতুন ভ্যারিয়েন্ট কমাতে আরও কঠোর ও দীর্ঘমেয়াদী বিধিবিধান প্রয়োজন’

‘নতুন ভ্যারিয়েন্ট কমাতে আরও কঠোর ও দীর্ঘমেয়াদী বিধিবিধান প্রয়োজন’ - the Bengali Times
জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা তেরেসা ট্যাম

নতুন ভ্যারিয়েন্টের করোনার সংক্রমণ কানাডায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও নতুন এ ভ্যারিয়েন্ট দেশটির সরকার ও জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বর্তমানে দেশটিতে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন বিধিনিষেধ বলবৎ রয়েছে। গত বছর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্তও বন্ধ রয়েছে। খবরে বলা হয়, কানাডার প্রধান চারটি প্রদেশে প্রতি বছরই এ সময়ে বিভিন্ন অনুষ্ঠান আর পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। কিন্তু এবার তা দেখা যাচ্ছে না। এদিকে, এ উদ্বেগের মধ্যেই কানাডার প্রদেশগুলো এখন অর্থনৈতিক কর্মকান্ড খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এ অবস্থায় কোভিড-১৯ এর দ্রুত বিস্তার থামাতে বিদ্যমান ব্যবস্থা যথেষ্ট নয় বলে সতর্ক করে দিয়েছেন জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. তেরেসা ট্যাম।

এক বিবৃতিতে তিনি বলেছেন, জনস্বাস্থ্য বিধিবিধান আরও জোরদার ও কঠোরভাবে তা না মেনে চললে সংক্রমণের ফিরে আসা বন্ধ করা যাবে না। অতিমাত্রায় সংক্রামক ভ্যারিয়েন্টের বিস্তার বাড়তে থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বাড়তে থাকা উদ্বেগ প্রশমনে কানাডাজুড়ে জনস্বাস্থ্য বিধিবিধান আরও কঠোর ও দীর্ঘমেয়াদী করতে হবে।

- Advertisement -

জনবহুল প্রদেশগুলোতে উচ্চ হারে সংক্রমণ কানাডায় দৈনিক গড় সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কুইবেকে শনিবারও নতুন করে এক হাজার মানুষ নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মন্ট্রিয়লসহ প্রদেশের রেড জোনগুলোয় জিম ও স্পা খুলে দেওয়ার পরদিন এতো বেশি সংখ্যক মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হলেন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর কুইবেকে একদিনে এটা সর্বোচ্চ সংক্রমণ। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে অতিমাত্রায় সংক্রামক ভ্যারিয়েন্টই সংক্রমণের প্রধান উৎস হয়ে উঠবে বলে সতর্ক করেছে কুইবেকের জনস্বাস্থ্য ইনস্টিটিউটও।

তবে জিমা খোলার সিদ্ধান্ত বদলানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন কুইবেকের প্রিমিয়ার ফ্রসোয়াঁ লেগু। পাশাপাশি উপাসনালয়ে ২৫০ জন মানুষের সমাগমের সিদ্ধান্ত থেকেও সরতে চান না তিনি।

এদিকে অন্টারিওতে দৈনিক সংক্রমণ জানুয়ারির পর প্রথমবারের মতো ২ হাজার ৪০০ অতিক্রম করে গেছে। এর পরিপ্রেক্ষিতে রেজিস্টার্ড নার্সেস অ্যাসোসিয়েশন অব অন্টারিও শনিবার অর্থনীতি খুলে দেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিতে প্রিমিয়ার ডগ ফোর্ডের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি ১২ এপ্রিল গ্রে-লকডাউন জোনে হেয়ার সেলুনের মতো পারসোনাল কেয়ার সার্ভিস খুলে দেওয়ার যে তারিখ নির্ধারণ করা হয়েছে তাও পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ব্রিটিশ কলাম্বিয়ায় শুক্রবার নতুন করে ৯০৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে এটাই প্রদেশে সর্বোচ্চ সংক্রমণ।

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. বনি হেনরি বলেন, যেসব লং-টার্ম কেয়ার হোমের অধিকাংশ বাসিন্দা ও কর্মী ভ্যাকসিন নিয়েছেন সেসব হোমে পরিদর্শন বিধিনিষেধ শিথিল করা হবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles