9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সুইমিংপুলে ক্যাট ভিকি

সুইমিংপুলে ক্যাট ভিকি - the Bengali Times
ছবি সংগৃহীত

বিয়ের পর এতটা অন্তরঙ্গ ছবিতে তাদের দেখা যায়নি। কিন্তু সম্প্রতি ক্যাটরিনা-ভিকি একটি ছবি শেয়ার করেন। এটি সুইমিংপুলে তোলা। ওই ছবি নিয়ে এখন চলছে শোরগোল। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছরের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের পর দুজনেই তাদের ছবি ও পোস্ট শেয়ার করেন সামাজিক মিডিয়ায়।

ছবিতে দুজনকে দেখা গেছে সুইমিংপুলে আলিঙ্গন করে আছেন। ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে নিজেই একটি সুইমিংপুলে ভিকিকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এবং আমার…।’ ছবিটি শেয়ার দিতেই ভক্তদের মন্তব্যে ভাসছেন তারা। কেউ কেউ ফেভিকলের সঙ্গে তুলনা করেছেন তাদের।

- Advertisement -

এদিকে ক্যাটরিনা কাইফ বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’, সালমান খানের সঙ্গে ‘টাইগার-৩’ ও ‘ফোন ভূত’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে ভিকি কৌশলের হাতে রয়েছে ‘স্যাম বাহাদুর’, ‘গোবিন্দ নাম মেরা’ ও সারা আলি খানের সঙ্গে ‘রোম কম’ সিনেমা।

- Advertisement -

Related Articles

Latest Articles