16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এনআরবি টিভির পর্দায় আগামী ৩ এপ্রিল ফায়ার ফ্লাইস বাই লাবণীর ভিন্ন উপস্থাপন

এনআরবি টিভির পর্দায় আগামী ৩ এপ্রিল ফায়ার ফ্লাইস বাই লাবণীর ভিন্ন উপস্থাপন - the Bengali Times
এনআরবি টিভির পর্দায় আগামী ৩ এপ্রিল ফায়ার ফ্লাইস বাই লাবণীর ভিন্ন উপস্থাপন

এনআরবি টিভি আগামী ৩ এপ্রিল শনিবার রাত আটটায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে “ফায়ারফ্লাইস বাই লাবণী” র ভিন্নমাত্রার চমকে একটি স্বতন্ত্র শাড়ী পরিবেশনায় । এই ব্যতিক্রমধর্মী আর আনন্দময় পরিবেশনাটি সাজানো হয়েছে আগামী তিনটি উৎসবমুখর উদযাপন- বৈশাখ, ঈদ এবং পূজাকে সামনে রেখে। অনুষ্ঠানটিতে দেখানো হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন এবং জামদানী শাড়ীর সমারোহ।

অনুষ্ঠানে অভিনব উপস্থাপনের মাধ্যমে শাড়ীর ইতিহাস, শাড়ী বুননের পেছনের গল্প এবং শাড়ী প্রাসঙ্গিক বিষয়ে আমরা কিছুক্ষণ আলাপ করবো “ফায়ারফ্লাইস বাই লাবণী” র কর্ণধার কানিজ জলি লাবণীর সঙ্গে ৷ অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন এনআরবি টিভির নিয়মিত সঞ্চালক অজন্তা চৌধুরী। মূলতঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ী, কামিজ, শাল এবং পাঞ্জাবির নিত্য নতুন ডিজাইন নিয়ে টরন্টো সহ কানাডা এবং আমেরিকার বিভিন্ন শহরের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কানিজ জলি লাবণী।

- Advertisement -

পেশাগত ব্যস্ততার পাশাপাশি তিনি প্রচন্ড নিষ্ঠা এবং ভালোবাসায় এই ফ্যাশন হাউসটির মাধ্যমে উন্নতমানের শাড়ি শুধু নারী ক্রেতাদের কাছে পৌঁছে দেয়নি তাদের মনও ছুঁয়ে নিয়েছে। এরই আলোকে ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শুরু হতে যাচ্ছে Fireflies by Laboni র Spring Collection Exhibition 2021।

উৎসাহী ক্রেতাদের আমন্ত্রণ রইলো ফেসবুকে “Fireflies by Laboni ” পেইজে অথবা ফোনে যোগাযোগ করতে। চোখ রাখুন NRB টিভির পর্দায় এবং উপভোগ করুন “ফায়ারফ্লাইস প্রেজেন্টেড বাই লাবণী” অনুষ্ঠানটির নান্দনিক উপস্থাপন।

- Advertisement -

Related Articles

Latest Articles