
কানাডার টরেন্টোর পিয়ারসন বিমানবন্দরে একজনের বিরুদ্ধেকরোনার ভুয়া নেগেটিভ সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।পিল আঞ্চলিক পুলিশ জানিয়েছে, রবিবার বিকেল চারটার দিকে কর্মকর্তারা কানাডা সীমান্ত সার্ভিস সংস্থাকে (সিবিএসএ) সহায়তা করতে যান। সেখানে সিবিএসএর এক কর্মকর্তা প্রবেশের দলিলগুলি চেক করছিলেন, ঐ সময় একটি নেগেটিভ কোভিড-১৯ পরীক্ষা পেয়েছেন যা ’প্রতারণামূলক’ বলে মনে হয়েছে।
রোববার ভুয়া সনদ দেওয়ার ঘটনায় ওই ব্যক্তিকে সোমবার জামিন শুনানির জন্য রাখা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী এডমন্টনের বিরুদ্ধে অবৈধভাবে জালিয়াতি নকল সনদ ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল।