8.5 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

চেনা স্ত্রী-ই ধরা দিলেন একেবারে অচেনা হয়ে, আপ্লুত বিরাট

চেনা স্ত্রী-ই ধরা দিলেন একেবারে অচেনা হয়ে, আপ্লুত বিরাট - the Bengali Times
আনুশকা

মুগ্ধ চোখে অপলক দেখলেন প্রাক্তন ভারত-অধিনায়ক! করন জোহরের জন্মদিনের পার্টিতে তারার মেলা। সেখানেই গিয়েছিলেন আনুশকা। সেখানেই পর্দার ‘পরী’র সাজে বড়সড় চমক। কালো বডিকন গাউন।

নেকলাইনের নীচে ‘সাহসী’ কাটাছেঁড়া। সেখান থেকেই বক্ষভাঁজে উপচে পড়া যৌবন। কোমর ছোঁয়া স্লিটের ফাঁক দিয়েও খোলামেলা পেলব শরীরের উঁকিঝুঁকি। দেখেশুনে বিরাটেরই বুঝি ‘কুছ কুছ হোতা হ্যায়’!

- Advertisement -

নিজের এমন ‘অচেনা’ ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘চাকদহ এক্সপ্রেস’। স্ত্রীকে এমন নতুন সাজে দেখে আবেগ-উচ্ছ্বাসে ভেসেছেন বিরাটও। মন্তব্যও করেছেন- ‘ওয়াও!’ সঙ্গে বিস্ময়, প্রেম-হৃদয়ের একাধিক ইমোজি। বিরাট-ঘরনিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন একাধিক তারকাও।

বুধবার ছিল করন জোহরের পঞ্চাশতম জন্মদিন। সন্ধ্যা থেকেই সাজে-গ্ল্যামারে তারকা-সমাবেশ। ছিলেন বলিউডের অজস্র তারকা। সেই ভিড়েই সব আলো টেনে নিয়েছেন আনুশকা। তার চোখধাঁধানো খোলামেলা অবতারে!

- Advertisement -

Related Articles

Latest Articles