
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ফাইজার ও মডার্নার উৎপাদন সংকট সত্ত্বেও ভ্যাকসিন নিতে আগ্রহী প্রত্যেক কানাডিয়ান সেপ্টেম্বরের শেষ নাগাদ নিদেনপক্ষে প্রথম ডোজের ভ্যাকসিন পাবেন। যদিও তবে অক্টোবরের আগেই ভ্যাকসিন নিতে পারবেন কিনা সে ব্যাপারে মতভিন্নতা রয়েছে কানাডিয়ানদের মধ্যে।
এদিকে, কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহে বিলম্বের জন্য প্রাদেশিক সরকারের চেয়ে ফেডারেল সরকারই বেশি দায়ী বলে মনে করছেন অধিকাংশ কানাডিয়ান। সাম্প্রতিক এক সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৯ শতাংশ কানাডিয়ান এ অভিমত ব্যক্ত করেছেন।
অন্যদিকে ভ্যাকসিন সরবরাহে বিলম্বের জন্য প্রাদেশিক সরকারগুলোর দিকে আঙ্গুল তুলেছেন সমীক্ষায় অংশ নেওয়া মাত্র ১৪ শতাংশ কানাডিয়ান।