16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

তিন বাংলাদেশি শিক্ষার্থীর লাশ বাংলাদেশে পাঠানো হচ্ছে

তিন বাংলাদেশি শিক্ষার্থীর লাশ বাংলাদেশে পাঠানো হচ্ছে - the Bengali Times
ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী

কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর লাশ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, দেশে লাশ পাঠানোর ক্ষেত্রে এখন আর কোনও জটিলতা নেই।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় ইন্টারলাক সম্প্রদায়ের এলাকার প্রায় দশ কিলোমিটার দক্ষিণে, উইনিপেগ থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তরে হাইওয়ে ৭-এ দুটি গাড়ি সংঘর্ষে মৃত আল নোমান আদিত্য, রসুল বাধন এবং এরানুর আজাদ চৌধুরীর লাশ গ্রহণ এবং দেশে পাঠানোর জন্য ইতিমধ্যে ইউনিভার্সিটি অব ম্যানিটোবা বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন, স্থানীয় প্রবাসী বাঙালি এবং পারিবারিক সদস্যদের মধ্যে ভার্চুয়াল মিটিং হয় এবং লাশ প্রেরণের জন্য কয়েকটি কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।

- Advertisement -

তিন শিক্ষার্থীর লাশ দেশে পাঠানোর ক্ষেত্রে নানা ধরনের অফিসিয়াল ফর্মালিটিজের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ধারণা করা হয়, সময়মতো সকল আনুষ্ঠানিকতা শেষ হতে প্রায় ৭ থেকে ১০দিন সময় লাগবে। তিন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আলোচনা করেই তাদের লাশ দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles