
অন্টারিওতে অর্থনীতির দ্বার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দৈনিক সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে আসায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠক থেকে এ ব্যাপারে ভালো একটা ধারণা আমরা পাব। আমাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক কর্মকান্ড নিরাপদে খুলে দেওয়া। তবে সংক্রমণের হার বেশি এমন কিছু অঞ্চলের অর্থনীতি খুলে দিতে সপ্তাহখানেক দেরি হতে পারে।
অন্টারিওজুড়ে লকডাউন বক্সিং ডেতে কার্যকর হয় এবং বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে। ফোর্ড সরকার এরপর দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করার পাশাপাশি সংক্রমণ বাড়তে থাকায় ১২ জানুয়ারি স্টে-অ্যাট-হোম অর্ডার জারি করে। দুটি আদেশের মেয়াদই আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা রয়েছে। তবে এর মেয়াদ আবার বাড়বে কিনা তা এখনও জানা যায়নি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডগ ফোর্ড বলেন, আমরা অর্থনীতি খুলে দিতে চাই, বিশেষ করে উত্তর অন্টারিওর গ্রামীণ অঞ্চলে, যেখানে সংক্রমণের হার কম আছে। সেক্ষেত্রে আমাদের প্রধান অগ্রাধিকারে থাকবে সুরক্ষা।