16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু - the Bengali Times
ছবিসংগ্রহ

কানাডার ম্যানিটোবায় আজ ভোরে আবারো তিন জন আন্তর্জাতিক শিক্ষার্থী মারাত্মক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা ইন্টারলাক সম্প্রদায়ের এলাকার প্রায় দশ কিলোমিটার দক্ষিণে হাইওয়ে ৭-এ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মারা যান আল নোমান আদিত্য, রসুল বাধন এবং অরণ্য আসাদ চৌধুরী। তারা সবাই ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় পড়াশোনা করতো। তিন বন্ধু উইনিপেগ থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তরে বেড়াতে গিয়েছিলো এবং হেকলা অঞ্চল থেকে ফিরছিলো।

খবরে প্রকাশ, আরসিএমপি তদন্তের জন্য মহাসড়কের একটি অংশ কয়েক ঘন্টা বন্ধ রাখে। সকাল দশটার দিকে এটি আবার খোলা হয়েছে।

- Advertisement -

সিবিসি থেকে জানা যায়, আরসিএমপি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

তাদের মৃত্যুতে কানাডায় প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ২৪ বছর বয়সী নিখোঁজ সামীর মৃতদেহ রিভার নদী থেকে উদ্ধার করে উইনিপেগ সিটি পুলিশ। ২০১৭ সালের মার্চ মাসে ইমরান নামে আরও এক ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অপঘাতে মৃত্যু হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles