3.2 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

কাউন্সিলর গ্রেরির ক্রিয়েটিভ ফ্যামিলি ডে ভার্চুয়াল একটিভিটি

কাউন্সিলর গ্রেরির ক্রিয়েটিভ ফ্যামিলি ডে ভার্চুয়াল একটিভিটি
কাউন্সিলর ক্রাফোর্ডের বুকমার্ক প্রজেক্ট

স্কারবোরো সাউথওয়েস্টের কাউন্সিলর গেরি ক্রাফোর্ডের অফিস ফ্যামিলি ডে উপলক্ষে ‘কাউন্সিলর ক্রাফোর্ডের বুকমার্ক প্রজেক্ট’ এর আয়োজন করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১ টায় সিনিয়র, শিশু ও অভিভাবকদের জন্যে ভার্চুয়ালি এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। আগ্রহীরা নাম রেজিস্ট্রেশনের জন্যে ইমেইল করতে পারেন। অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। অংশগ্রহণকারীদেও জুম লিঙ্ক পাঠানো হবে।

ইমেইল : councillor_crawford@toronto.ca

- Advertisement -

ফোন : 416-392-4052

- Advertisement -

Related Articles

Latest Articles