17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কোয়ারেন্টিনে থাকার ব্যয় বিদেশ থেকে আসা যাত্রীদেরই বহন করতে হবে

কোয়ারেন্টিনে থাকার ব্যয় বিদেশ থেকে আসা যাত্রীদেরই বহন করতে হবে - the Bengali Times
ছবি সিবিসির সৌজন্যে

কানাডায় বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামুলক কোভিড টেষ্ট করতে হবে এবং ফলাফল না পাওয়া পর্যন্ত সরকার কর্তৃক নির্দিষ্ট করে দেয়া হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিনে থাকতে জনপ্রতি ২ হাজার ডলারের বেশি ব্যয় হবে বলে সরকারের পক্ষ থেকে জাননো হয়েছে। এই ব্যয় যাত্রীদের নিজেদের বহন করতে হবে বলে ফেডারেল পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা জানিয়েছেন। বিদেশ থেকে কানাডায় আসা যাত্রীদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন গত বৃহস্পতিবার থেকে কার্যকর শুরু হয়েছে।

পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা জানিয়েছেন, বিমানবন্দরে কোভিড টেস্ট এবং কোয়ারিন্টেনের বিষয়টি কিভাবে বাস্তবায়িত হবে সেটি হেলথ কানাডা দেখভাল করছে। তারা এই ব্যাপারে প্রয়োজনী পরিকল্পনা প্রণয়ন করছে।

- Advertisement -

উল্লেখ্য, কানাডায় বিভিন্ন প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও সরকার কঠোরভাবে করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তার অংশ হিসেবেই ওই কোয়ারেন্টিন কার্যক্রম। কানাডায় সরকারের দিকনির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেয়াও শুরু হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles