17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ভালোবাসা

ভালোবাসা - the Bengali Times
ছবিমনির বাবু

এ কেমন ভালোবাসা?
যা এতো সহজেই ম্লান হয়ে যায়।
আমরা কি সবাই খুব বেশী ব্যস্ততায় হারিয়ে যাচ্ছি ?
যেখানে ভালোবাসা লজ্জায় লুকিয়ে পড়েছে।
প্রেমতো আসে যায়-
শত সহস্র প্রেম, কয়েকদিনের প্রেম ,একদিনের প্রেম, ক্ষনিকের প্রেম।
কিন্তু ভালোবাসা ?
তার কি চিরস্থায়ী হওয়া উচিত না?
চিঠির ভালোবাসাতো বিলীনই হয়ে গেলো।

কেউতো আর নীল খামে চিঠি লিখে বলে না
আমি সোমবার বিকেলে আসবো,আমার জন্য অপেক্ষা করো কিন্তু।
সেই একটি লাইনে ছিল ভালোবাসার সহস্র বাণী ।
এখনতো কত সহস্র কথা, ফেসবুকে, মোবাইলে,
আরো কত কত মাধ্যম কথা বলার
কথা না বলেও কত কথা, শব্দহীন কথার কোলাহল।
সব কিছু কেমন যেন যন্ত্রে বন্ধী হয়ে পড়েছে।
কিন্তু সে একটি ভালোবাসার লাইন কোথায় পালিয়ে গেলো?

- Advertisement -

নীল খাম কোথায় হারিয়ে গেলো?
আবেগহীন ভালোবাসা ছড়িয়ে পড়েছে চারিদিক।
এখন চলে ভালোবাসাহীন শত কথা.
যা খুবই প্রয়োজনীয় বা অহেতুক বকবকানী।
কিন্তু ভালোবাসার নীল খামে নীল কাগজে লিখা,
আমি আসবো তুমি অপেক্ষা করো-সে ভালোবাসা কোথায় গেলো?
কখনো কি আর খুঁজে পাবো তাকে?

জীবনগুলো কেমন যেন ভালোবাসাহীন কঠিন পাথর হয়ে যাচ্ছে দিন দিন।
প্রতিযোগিতার সাগরে ঝাঁপ দিয়ে, মানুষ শুধু ডুবছে আর ভাসছে ।
পৃথিবীতে শুধু চাই চাই আর্তনাদ।
এখন কি কেউ কাউকে বলে ,
আমি পেয়েছি তোমার ভালোবাসা এ আমার চরম পাওয়া।

ম্যাল্টন, অন্টারিও, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles