13.3 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

কামলুপসের স্মরণ অনুষ্ঠানে জাস্টিন ট্রুডো

কামলুপসের স্মরণ অনুষ্ঠানে জাস্টিন ট্রুডো - the Bengali Times
ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপসে সাবেক ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে কবর আবিস্কৃত হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার সাদরে গ্রহণ করা হয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে

ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপসে সাবেক ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে কবর আবিস্কৃত হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার সাদরে গ্রহণ করা হয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে।

স্মরণ অনুষ্ঠানে আগতদের মাঝে এদিন ট্রুডো পৌঁছান তখন ধ্বনি দিয়ে ও ড্রাম বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। ট্রুডোও তাদের সঙ্গে সরাসরি কথাব বলেন এবং আলিঙ্গন করেন।

- Advertisement -

একজন বয়স্ক নারী যখন ট্রুডোকে আলিঙ্গন করে তাঁর সঙ্গে কথা বলেন তখন তাকে বলতে শোনা যায়, আমাদের আরও অনেক কিছু করার বাকি। আমি আপনাদের উদ্বেগগুলো শুনতে পারি।

- Advertisement -

Related Articles

Latest Articles