6.6 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

মিথিলার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, দেবালয় বললেন সৃজিত সব জানে

মিথিলার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, দেবালয় বললেন সৃজিত সব জানে - the Bengali Times
ছবি সংগৃহীত

ঢাকার অভিনেত্রী মিথিলা এখন ব্যস্ত কলকাতার কাজ নিয়ে। কিছুদিন আগে কলকাতার আলোচিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

এই সিরিজটি প্রকাশ হওয়ার পরই নতুন গুঞ্জন সিরিজটির সিরিজটির পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে। মন্টু পাইলট ২ করতে গিয়ে নাকি পরিচালকের সঙ্গে নাকি মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে মিথিলার!

- Advertisement -

টলিপাড়ায় ইদানীং এই গুঞ্জনই চর্চিত। সেটা এখন ঢাকায়ও উড়ে এসেছে। তবে সত্যিই কি প্রেম তাদের মধ্যে? বিষয়টি পরিস্কার করেছেন পরিচালক দেবালয় নিজে?

আনন্দবাজারকে দেওয়া এক ব্যক্তব্যে দেবালয় বলেন, ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এ বার সত্যিই হাস্যকর জায়গায় চলে গিয়েছে। পুরোটা সৃজিতও জানে।

স্ত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সৃজিত কিছু বলেননি? উত্তরে দেবালয়ের বলেন, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি। কারও সঙ্গে যদি কারও কিছু থাকে, তা হলে সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ‘মন্টু পাইলট ২’-এর সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না।

- Advertisement -

Related Articles

Latest Articles