
নিজেদের উদ্ভাবিত এবং উৎপাদিত করোনার প্রথম টিকা বুধবার (২৭ জানুয়ারি) পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করেছে কানাডা। বুধবার পরীক্ষামূলকভাবে টরন্টোয় ৬০ জন স্বেচ্ছাসেবকের দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে। তাদের এই টিকাটি অবিকল মডার্নার টিকার মতো বলে জানিয়েছে টরন্টোভিত্তিক প্রভিডেন্স থেরাপিউটিকস। কার্যকর হলে প্রভিডেন্স তাদের টিকাটি ক্যালগেরিতে উৎপাদন করবে। তবে মেডিকাগোর টিকাটি উৎপাদিত হবে কানাডার বাইরে নর্থ ক্যারোলিনায়।
উল্লেখ্য, কানাডার বিভিন্ন প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে যদিও সরকার কঠোরভাবে ভাইরাসটি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। কানাডায় সরকারের নানা দিকনির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে।