8.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

চাকরি করতে চেয়েছিলাম, বলিউডে আসতে চাইনি: কাজল

চাকরি করতে চেয়েছিলাম, বলিউডে আসতে চাইনি: কাজল - the Bengali Times
ছবি সংগৃহীত

বলিউডে কাজলের নাম উঠলেই সবাই আগে মনে পড়ে কুছকুছ হোতা হ্যাঁয়, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, বাজিগরের মত ছবির কথা। যে ছবিতেই হাত দিয়েছেন তাতেই যেনো বাজিমাত করেছেন এই নায়িকা। অথচ সেই কাজল নাকি নায়িকা হতে চাননি।

মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, সম্প্রতি কউন বানেগা কড়োড়পতির মারাঠি সংস্করণে এসেছিলেন এই নায়িকা। সেখানেই অতীতের এমন কথা ফাঁস করলেন তিনি। সঞ্চালক সচিন খেড়করের কাছে কাজল স্বীকার করেছেন যে তিনি কখনও নায়িকা হতে চাননি।

- Advertisement -

সঞ্চালককে কাজল বলেন, আমি কোনদিনও নায়িকা হতে চাইনি। আমি বরাবরই চাকরি করতে চেয়েছিলাম যেন মাস শেষে বেতন পাওয়ার নিশ্চয়তা পাই।

১৯৯২ সালে বলিউডে প্রথম বেখুদি নামের ছবি দিয়ে যাত্রা শুরু করেছিলেন কাজল। ছবিটা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তাই তিনি বলেন, নায়িকা হতে চাইনি কোনোদিন। হঠাৎ করেই বলিউডে এসেছিলাম আর হঠাৎ করেই থেকে গেছি এখানে।

- Advertisement -

Related Articles

Latest Articles