
ধর্ম ও রাজনীতি তথা জনপ্রতিনিধিত্ব দুটোই মানুষের জন্য। বনের পশু পাখি বা জন্তু জানোয়ারের জন্যে কোন ধর্ম প্রবর্তন হয়েছে বা নবী রাসুল এসেছে কিংবা তাদের কোন এমপি, এমপিপি, চেয়ারম্যান মেম্বার দরকার হয়েছে অথবা তাদের নেতা নির্বাচনের জন্যে, সরকার গঠনের জন্যে কোন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছে কিনা জানা নেই। হয় নি কোন লুটেরা বিরোধী বা দুর্নীতি বিরোধী জোট।
তো এসবই যখন মানুষের জন্যে, তাহলে মানুষকে আগে মানুষ হতে হবে। আর মানুষ হবার অন্যতম শর্ত হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভিন্নমত পথের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও সম্মান করতে শেখা।
মানুষই যদি না হতে পারি, তাহলে ধর্ম রাজনীতি বা জনপ্রতিনিধিত্ব কোন কিছুরই কোন মানে হয় না। সবকিছুই অর্থহীন। এটা হলো বেসিক।
নিজে যা বলছি সেটাই সঠিক, অন্যের মত পথ শুধু ভুলই নয়, আমার মত ও পথের সাথে মিলে না গেলে তিনি বা বা তারা পঁচে গেছেন, নষ্ট হয়ে গেছেন কিংবা তাদেরকে দমন করতে হবে, মেরে ফেলতে হবে এই ধারনা পোষন ও প্রচারকারীরা আর যাই হোক গনতান্ত্রিক নন, বরং যে কোন সভ্য সমাজ ও দেশের জন্যে ভয়ংকর ক্ষতিকারক। দুঃখজনক হলো তারা ভাল মানুষের মুখোশ পরেও ঘুরে বেড়ান।
স্কারবোরো, অন্টারিও, কানাডা