10.2 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বিবারের মুখের একপাশ অসাড়

বিবারের মুখের একপাশ অসাড় - the Bengali Times
স্ত্রীর সঙ্গে জাস্টিন বিবারছবিজাস্টিন বিবারের টুইটার

ভাইরাসে আক্রান্ত হয়ে মুখের একপাশ অসাড় হয়ে যাওয়ায় শো বাতিল করতে বাধ্য হয়েছেন কানাডীয় পপতারকা জাস্টিন বিবার।
শুক্রবার (১০ জুন) এক ইন্সটাগ্রাম ভিডিওতে বিবার জানান, র‍্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ার ফলে তার মুখের ডানপাশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। এর ফলে ডান চোখ খুলতে ও মুখের ডানপাশ নাড়াতে পারছেন না তিনি।

র‍্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির কানের আশেপাশের স্নায়ুগুলো অবশ হয়ে যাওয়ায় মুখের পেশিগুলো নাড়াতে অক্ষম হয়ে পড়েন তিনি।
এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ওয়ার্ল্ড ট্যুরের এ মাসের তিনটি শো পেছানোর কথা এ সপ্তাহে জানান বিবার। এবার এর কারণ জানিয়ে ভক্তদেরকে ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি।

- Advertisement -

‘আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সময়টুকুতে আমি বিশ্রাম নিতে চাই, যেন আবার একশ ভাগ সুস্থ হয়ে সেটাই করতে পারি যা করতে আমার জন্ম হয়েছে’, বলেন তিনি।

২৮ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীর স্ত্রী হেইলি বিবার এ বছরের মার্চে ব্রেইন স্ট্রোক করেন। পরে অস্ত্রোপচার করে তার হৃদযন্ত্রের একটি ছিদ্র বন্ধ করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles