
ফাজিল লবস্টার দুটো বেশ কয়েকবার পালানোর প্ল্যান করেছিল। যেদিন কতল হবার কথা, সেদিনই সন্ধ্যায় বদ দোয়া করে ঝড় ডেকে বিদ্যুতের পোল উপরে ফেলে বাসা তিনদিন অন্ধকার করে রেখেছিল।
বাধ্য হয়ে তাদের হাত পা বেঁধে অনেকদূরে কাজিনের ফ্রিজে রেখে এসেছিলাম। তবুও শেষ রক্ষা হয়নি; ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে এনে আজ ডিনারে দুটোকে কতল করা হলো। তাদের বিষ হাত হাতুড়ি দিয়ে মেরে ভেঙে চুরমার করে হেসে উঠেছিলাম.. মুহহহহআআ!! কত মানুষকে যে চিমটিয়েছিল! তারপর লেমন বাটার সসে চুবিয়ে চুবিয়ে..
আইটেম: গ্রিল্ড লবস্টার উইথ লেমন বাটার, ক্যালামারী, ব্রকোলি স্যুপ, রামেন।
শেফ: গিন্নি।
NIKON 35 mm lens
June 09, 2022.
অটোয়া, কানাডা