2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ফিগার স্লিম করতে কী কী করছেন বলি তারকা সারা?

ফিগার স্লিম করতে কী কী করছেন বলি তারকা সারা? - the Bengali Times
সারা আলি খান

বলিউডে তরুণ তারকাদের মধ্যে অন্যতম নাম সারা আলি খান। তারকা বাব-মায়ের সন্তান হবার পরও নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া তিনি। সে জন্যই বিশেষ করে ফিটনেসের বিষয়ে একটু বেশিই খুঁতখুতে এই অভিনেত্রী।

সারা এক সময়ে বেশ স্বাস্থ্যবান হলেও, এখন তাকে দেখে তা বোঝা যায় না। কঠিন শরীরচর্চার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন অপরুপা করে। সারার ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই দেখা যায় শরীরচর্চার নানা মুহূর্ত। আর সেই ধারাবাহিকতায় আবারও ভাইরাল জিমে সারার ঘাম ঝরানোর ভিডিও।

- Advertisement -

সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বেগুনি স্পোর্টস ব্রা আর শটস্ পরে শরীরচর্চায় মগ্ন অভিনেত্রী। তবে খুব বেশি ভারী শরীরচর্চা নয়। হালকা ব্যায়াম করছেন তিনি। ফিট থাকতে ‘বার্প’ করছেন অভিনেত্রী। মেদ ঝরাতে এই ব্যায়ামের কোনও তুলনা নেই।

সদ্য তুর্কি থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সারা। দেশে ফিরেই স্বাস্থ্যের প্রতি নজর দিতে শুরু করেছেন তিনি। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে নিজের ফিটনেস গুরু নম্রতা পুরোহিতকে ট্যাগও করেন সারা। পরিস্থিতি যেমনই হোক, ফিটনেসের সঙ্গে কোনও আপস করেন না অভিনেত্রী। সূত্র- আনন্দবাজার অনলাইন

- Advertisement -

Related Articles

Latest Articles