16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কানাডার ক্যালগেরিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কানাডার ক্যালগেরিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - the Bengali Times

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কানাডার ক্যালগেরিতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলবার্টা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলবার্টা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লা রফিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাউন্ট রয়েল ইনিভার্সিটির প্রফেসর তাশফীন হোসাইন তপু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ কাদির।

- Advertisement -

দিবসটির তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লা রফিক বলেন, জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সকল ক্ষেত্রেই তিনি নেতৃত্ব দিয়েছেন। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বক্তারা বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles