
দুষ্টুটাকে যে এতো বকা ঝকা করি, শাসাই; আবার ব্যাকিয়ার্ডে গিয়ে তাকে না দেখতে পেলে এমন অস্থির লাগে..।
দুষ্টু বাচ্চা স্কুলে গেলে ফাঁকা ঘরে মায়ের মনে যেমন অস্থিরতা পেয়ে বসে! গাছ, বাগানের সৌন্দর্যই কাঠবেড়ালি।
- Advertisement -
থাক, বুঝলে হয়তো গাছ নষ্ট করতো না, টব খুড়তো না। সব কপালের দোষ।
তবে নতুন গজানো ধইন্যা পাতায় যদি হাত দিছিস চান্দু!.. তোর একদিন কি..
- Advertisement -