
জাস্টিন বিবারের টরন্টো কনসার্ট একেবারেই শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি যে এই ঘোষণা দিচ্ছি আমার তা বিশ্বাসই হচ্ছে না। সুস্থ্য হওয়ার জন্য আমি সবকিছুই করেছি। কিন্তু আমার অসুস্থ্যতা ক্রমেই খারাপ হচ্ছে। আগামী কয়েকটি শো স্থগিত করাটা আমার জন্য হৃদয়বিদারক।
ঠিক কত সংখ্যক শো তাকে স্থগিত করতে হচ্ছে তা এখনও জানা যায়নি। টুইটারে বিবারের নাম মঙ্গলবার বিকালে ট্রেনডিং হয়ে পড়ে। কনসার্টের টিকিট কাটা ভক্তরা যে শেষ মুহূর্তের খবরে সন্তুষ্ট নন সেটাও দেখা গেছে।
টরন্টোর শো স্থগিতের বিষয়ে স্কশিয়া এরিনা টুইটারে এক বিবৃতিতে বলেছে, শোয়ের তারিখ পুনরায় ঘোষিত হলে এই টিকিটে তারা তা উপভোগ্য করতে পারবেন। জাস্টিন বিবারের এই অসুস্থ্যতা যে কোভিড-১৯ সংক্রান্ত নয় সেটাও উল্লেখ করেছে এরিনা।