8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

শাবনাজ-নাঈমের দুই মেয়ে বিজ্ঞাপনে

শাবনাজ-নাঈমের দুই মেয়ে বিজ্ঞাপনে - the Bengali Times
মাহাদিয়া ও নামিরা

১৯৯১ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম-শাবনাজ। তার অভিনীত প্রায় সকল সিনেমাতেই স্ত্রী শাবনাজের সঙ্গে জুটি বাঁধেন। ওই দশকে জনপ্রিয় জুটি হয়ে ওঠেন তারা।

একে অপরকে ভালোবেসে বাস্তবেও জুটি বেঁধেছেন তারা।

- Advertisement -

বর্তমানে দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈমকে নিয়ে তাদের সুখের সংসার।

মেয়েদের নিয়ে গান করেন, নিজেই গিটার বাজান নাঈম। কখনো ড্রয়িংরুমে, কখনো নিজেদের দিঘিতে নৌকায়। সেসব ভিডিও ফেসবুক-ইউটিউবে লাখ লাখ মানুষ দেখে। মাহাদিয়ার গান তো বেশ জনপ্রিয় হয়ে গেছে। তবে ছোট মেয়ে নামিরা অনেকটা শান্ত ও চুপচাপ।

দুই বোন মিলে এবার একটি বিজ্ঞাপনে অংশ নিলেন। ঈদ উপলক্ষে নির্মিত বাটার বিজ্ঞাপনে অভিনয় করেছেন তারা। গত ১৪ জুন এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ টিম বিজ্ঞাপনটি বানিয়েছে। ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হবে বিজ্ঞাপনচিত্রটি।

- Advertisement -

Related Articles

Latest Articles