9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ : কোভিড পরবর্তী মানসিক সমস্যা ও প্রতিকার

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ : কোভিড পরবর্তী মানসিক সমস্যা ও প্রতিকার - the Bengali Times
আগামী ২ জুলাই শনিবার সকাল ১১ টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে রিজুয়ান রহমান ল পিসি এর সৌজন্যে ‘শুভ সকাল’ এর নবম পর্ব। বিনোদনের পাশাপাশি নানা ধরনের প্রয়োজনীয় তথ্যের উপস্থাপনে এনআরবি শুভ সকাল বরাবর যত্নশীল। এবারেও ছুটির দিনের আড্ডা পর্বে ভিন্নধর্মী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক সমীক্ষায় দেখা গেছে কোভিডে আক্রান্ত ব্যক্তিদের ৫০ শতাংশ পরবর্তীতে মানসিক সমস্যায় ভুগছেন। এর কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন নেসার আহমেদ, যিনি মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করেছেন এবং এই বিষয়ে তিনি কাউন্সিলিংও করে থাকেন। পাশাপাশি ‘তরুণদের মানসিক স্বাস্থ্য’ নিয়েও আলোচনা করা হয়েছে। বর্তমানে তরুণ প্রজন্মের একটি অংশ মানসিক সুস্থতা নিয়ে একটি সংকটময় পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে বাবা মা ও পরিবারের সকলে অস্থির একটি সময় কাটাচ্ছে। নেসার আহমেদের সাথে আলোচনায় এই পরিস্থিতি থেকে মুক্তির নানা দিক নিয়ে চমৎকার বিশ্লেষণ রয়েছে। এবারের পর্বটি আমাদের আলোর পথ দেখাবে।
শুভ সকালের অন্যান্য নিয়মিত পর্ব বাণী চিরন্তনী, ভোরের পংক্তিমালা, ছুটির দিনের গান এবং ছুটির ফাঁদেতেও ছিল বরাবরের মতো কিছুটা ভিন্নতা। উল্লেখ্য রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ ছুটির দিনের একটি বিনোদনধর্মী ও তথ্যমূলক পাক্ষিক আয়োজন। অনুষ্ঠানটি রিজুয়ান রহমান ল পিসি -এর সৌজন্যে এনআরবি টিভির পর্দায় প্রতি শনিবার সকাল ১১টায় প্রচারিত হয়।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় থাকবেন এনআরবি টিভির নিয়মিত উপস্থাপিকা, জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী।
রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ : কোভিড পরবর্তী মানসিক সমস্যা ও প্রতিকার - the Bengali Times

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ : কোভিড পরবর্তী মানসিক সমস্যা ও প্রতিকার - the Bengali Times

- Advertisement -

Related Articles

Latest Articles