6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

গ্রিন পার্টি ও গণতন্ত্র

গ্রিন পার্টি ও গণতন্ত্র - the Bengali Times
এ্যানামি পল

কানাডার গ্রীন পার্টি এবারের ফেডারেল নির্বাচনে দুটো এমপি পদে জয়লাভ করেছে। কিন্তু তাদের দলের প্রধান নেতা এ্যানামি পল তাঁর নিজের সীটে পরাজিত হয়েছেন। নির্বাচনের মাত্র সাত দিন পরেই তিনি আজ দল এবং রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। তিনি বললেন, তার সরে যাওয়া উচিত এবং অন্যদের সুযোগ দেয়া উচিত, কেননা তিনি নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। কতদিন হলো তিনি গ্রীন পার্টির প্রধান ছিলেন? মাত্র এক বছর। এক বছর আগে ২০২০ সালের অক্টোবরে গনতান্ত্রিক ভাবে অনুষ্ঠিত পার্টির কাউন্সিলে ডেলিগেইটদের শতকরা ৫৪ ভাগ ভোট পেয়ে তিনি পার্টির নেতা নির্বাচিত হন। নেতা হবার পর একটি উপ-নির্বাচনে এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে পরাজিত হলেন এবং এক সপ্তাহের মধ্যে দলের নেতৃত্ব থেকে সরে গেলেন। এটার নাম গনতন্ত্র।

এখন আমি যদি বাংলাদেশের কমপক্ষে চৌদ্দটি দলের এবং তাদের প্রধানদের নাম ধরে বলি তারা কত যুগ ধরে দলের প্রধান হয়ে বসে আছেন এবং কতশত নির্বাচনে পরাজিত হয়েও দলীয় নেতার পদ ছাড়েন নাই, সেগুলোকেও কি গনতান্ত্রিক বলতে হবে?

- Advertisement -

আবারো বলি, “ঐতিহাসিক সত্য” হলো “তারাও” গনতান্ত্রিক নন।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles