5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

এমন খারাপ হতে পেরে আমি গর্বিত..!

এমন খারাপ হতে পেরে আমি গর্বিত..! - the Bengali Times
জাহারা মিতু

আমি কখনো কোনো ব্যক্তি বা কোনো কিছুর পেছনে দৌড়াই না। আমি শুধু তার জন্যই কাজ করি যা আমার জন্য তৈরি বা উপযুক্ত এবং এই ছুটে চলার পেছনে যথেষ্ট ধৈর্য্য ও শ্রম বিদ্যমান। যারা নামে বন্ধু তারা চাইলেই আমার জীবন থেকে চলে যেতে পারে, আমার কিছু যায় আসে না। আবার যেসব প্রেমিকেরা ভুলে গেছে আমায় কিভাবে ভালোবাসতে হয়- তারাও অন্য রাস্তায় হাঁটতে পারে, আমার গায়ে লাগে না।

মুখের উপর সত্য কথা বলি কিংবা অন্যায়ের প্রতিবাদ করি দেখে আমি অনেকের কাছে অনেক খারাপ। তাই নিজের সম্পর্কে এমন কথা শুনি যা আমি নিজেই জানি না। তবে এমন খারাপ হতে পেরে আমি গর্বিত।

- Advertisement -

যা আমার জন্য নয় তার পেছনে ছুটে অপচয় করার মত শক্তি বা সময় আমার নেই। আমার কাছে জীবনের এই ক্ষণিক সময় উপযুক্ত মানুষের জন্য ব্যয় করা শ্রেয়, যারা আমার মূল্যায়ন করে। আমি জানি জীবনটা উপভোগ করা যেমন প্রয়োজন; ঠিক তেমনি সারাজীবন বুকে হাত দিয়ে মাথা উঁচু করে নিজের সততার কথা সগর্বে বলাটা তার থেকেও বেশী প্রয়োজন। তাই সৎভাবে অল্পে সন্তুষ্ট হয়ে সুখী থাকাটাই আমার জীবনের লক্ষ্য।
(ফেসবুক থেকে সংগৃহীত)

- Advertisement -

Related Articles

Latest Articles