
[ গত বছর এদিনে একই কথা লিখেছিলাম। কিছুটা সংশোধন করে একই কথা আবার লিখছি।]
গতকাল কন্যাদিবসে ফেসবুকজুড়ে ছিল কন্যার সাথে শত শত পিতা-মাতার ছবি। খুব ভাল লেগেছে কন্যার সাথে গর্বিত পিতামাতার ছবি দেখে। আমাদের সকল কন্যাদের জন্য শুভ কামনা।
একই সাথে সামাজিক অবক্ষয়, নিরাপত্তাহীনতার কারনে গভীর উৎকন্ঠা ও উদ্বেগ চেপে ধরেছে। এই কন্যাদের জন্য বাহিরের জগত কতটা দুর্গম কন্টকার্কীন হয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। চারিদিকে মানুষরূপী হায়েনার আনাগোনায় আমাদের কন্যারা কতটুকু নিরাপদ?
শুধু কন্যা নয়, আমাদের সব সন্তানই কি আসলে নিরাপদ?
কিশোর গ্যাং, ইভটিজারদের উৎপাত পুর্বের যে কোন সময়ের তুলনায় বহুগুন বৃদ্ধি পেয়েছে। সামাজিক অবক্ষয়ের পিছনে অপরাজনীতি বহুলাংশে দায়ী। গনতন্ত্রহীন সমাজব্যবস্থায় ক্ষমতা, প্রভাব বিস্তারে রাজনৈতিক দল, গোষ্ঠির পৃষ্ঠপোষকতা বন্ধ না হলে একশ্রেনীর কিশোর তরুন বিপথগামী হয়ে উঠবে এটাই স্বাভাবিক। জবাবদিহীতাহীন অপরাজনীতির চর্চাই সামাজিক অস্থিরতা, নিরাপত্তাহীনতার জন্য প্রধান কারন।
বাসযোগ্য নিরাপদ সমাজ বির্নিমানে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার পাশাপাশি সামাজিক অবক্ষয়রোধে সব পিতামাতাকে এগিয়ে আসতে হবে।না হলে আমাদের কন্যারা, আমাদের সন্তানেরা ঘরে বাহিরে কোথাও নিরাপদ থাকবে না।
মন্ট্রিয়েল, কানাডা