9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

অভিনেত্রীর সঙ্গে হোটেলে নরেশ, হাতেনাতে ধরলেন স্ত্রী

অভিনেত্রীর সঙ্গে হোটেলে নরেশ, হাতেনাতে ধরলেন স্ত্রী - the Bengali Times
ছবি সংগৃহীত

দক্ষিণী অভিনেতা নরেশ বাবুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন তার স্ত্রী রাম্যা। এমনকি গত কয়েক দিন ধরে এ অভিনেতার গোপন বিয়ের খবরও চাউর হয়েছে।

রোববার (৩ জুলাই) মহীশূরের একটি হোটেলে অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরেছেন রাম্যা। এ সময় সঙ্গে পুলিশ নিয়ে গিয়েছিলেন অভিনেতার স্ত্রী।

- Advertisement -

টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী ও তার প্রেমিকার দিকে তেড়ে যাচ্ছিলেন রাম্যা। পুলিশ সদস্যরা তাকে আটকান। তবে স্ত্রীকে পাত্তা না দিয়ে অভিনেত্রী পবিত্রাকে নিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে যান নরেশ। এমনকি লিফটের কাছে গিয়ে স্ত্রিকে নিয়ে মশকরাও করেন তিনি।

রাম্যার অভিযোগ, গোপনে পবিত্রাকে বিয়ে করেছেন নরেশ।

জানা গেছে, নরেশের তৃতীয় স্ত্রী রাম্যা। বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকছেন। অন্যদিকে, সুচেন্দ্র প্রসাদের সঙ্গে দাম্পত্যের ইতি টেনেছেন পবিত্রা। তারাও আলাদা থাকছেন।

প্রসঙ্গত, দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছেলে এবং সুপারস্টার মহেশ বাবুর ভাই নরেশ বাবু। বেশ কিছুদিন ধরেই তিনি বেশ চর্চিত। তার ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জলঘোলা হচ্ছে। অভিনেতার দাবি, সব ভুয়া। তার স্ত্রী রম্যা এসব গুজব ছড়াচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles