2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

তোর ঘরে টাইমবোমা আছে; শিক্ষককে ফোনে হুমকি, এলাকাজুড়ে আতঙ্ক

তোর ঘরে টাইমবোমা আছে; শিক্ষককে ফোনে হুমকি, এলাকাজুড়ে আতঙ্ক - the Bengali Times
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণ পাড়ায় কলেজ শিক্ষক গফুর হোসেনের বাড়িতে বোমা রেখে ফোনে হুমকি দেয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে। বাড়ির সবাইকে নিরাপদে সরিয়ে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। সিআইডির একটি টিম বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে।

বাড়ির মালিক শাহজাদপুর ঘোড়শাল সাহিত্যিক বরকত উল্লাহ কলেজের প্রভাষক মো. গফুর হোসেন জানান, রোববার (৩ জুলাই) রাতে তাকে ফোন করে বলা হয়, তোর খাবার ঘরের মিটসেলফের নিচে অস্ত্র রয়েছে। পরে তোর সাথে কথা হবে। এরপর সকালে আবার ফোনে বলা হয়, তোর ঘরে টাইমবোমা আছে।

- Advertisement -

গফুর হোসেন বলেন, আমি দ্রুত বাড়ি যেয়ে দেখি কার্টুনের মধ্যে টেপ মোড়ানো লম্বাটে একটি বোমাসদৃশ বস্তু। পরে থানা পুলিশকে অবহিত করলে তারা বোমাটি উদ্ধারের জন্য আসে।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, আমরা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে র‍্যাবকে অবহিত করেছি। তারা ঢাকা থেকে রওনা হয়েছে। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles