6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ঈদে ‘ডিভোর্স চাই না’

ঈদে ‘ডিভোর্স চাই না’ - the Bengali Times

ডিভোর্স পেপারে স্বাক্ষর করছেন সুমি ও শুভ। এরপর শুভ জামকাপড় নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সুমি অনেক কান্নাকাটি করে। অনেক বছর প্রেমের পর তাদের বিয়ে করা। তবে বিয়ের পর থেকে তাদের সম্পর্কের অবনতি হয়। দিনে দিনে মতবিরোধ বাড়তে থাকে।

- Advertisement -

শুভর আচরণে সুমি কষ্ট পায়। ঝগড়া, অভিমান, ক্ষোভ ক্রমাগত বাড়তে থাকে। এক পর্যায়ে সুমি জানিয়ে দেয়, সে আর শুভর সঙ্গে থাকতে চায় না। রাগের মাথায় শুভও বলে ফেলে, সুমির সঙ্গে তারও সংসার করা সম্ভব নয়। ব্যাগ গুছিয়ে এক বন্ধুর বাসায় চলে যায়। কিন্তু দুদিন পর বুঝতে পারে সুমিকে ছাড়া থাকতে পারবে না সে।

এদিকে, সুমির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সুমির ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে ব্যর্থ হয় শুভ। রীতিমতো পাগলামি শুরু করে সে। এরপর শুরু হয় এলাকায় মাইকিং করা। ‘ডিভোর্স চাই না’ বলে সুমির বাসার সামনে অনশন শুরু করে শুভ। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ডিভোর্স চাই না’।

বিশ্বজিৎ দত্তের রচনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, নাদিয়া মিম।

নির্মাতা জানান, ‘ডিভোর্স চাই না’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকেল ৫টা ৫০ মিনিটে।

- Advertisement -

Related Articles

Latest Articles