8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে আলোকসজ্জা বন্ধের নির্দেশ - the Bengali Times

বিদ্যুৎ সাশ্রয়ে দেশে আলোকসজ্জা না করতে নির্দেশনা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

- Advertisement -

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাউফুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে সাশ্রয়ী হতে হবে। যার যার ঘরে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমাব। এসি ২৫ ডিগ্রির নিচে রাখা যাবে না, আলোকসজ্জা হবে না, বিয়েসহ নানা অনুষ্ঠান যেগুলো রাতে হয়, সেগুলো সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।পরিস্থিতিটি একটি যুদ্ধের মতো। সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।’

সূত্র: আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles