13.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

প্রেমে পড়লে মানুষ দাঁত দিয়ে নখ কাটে : মিম

প্রেমে পড়লে মানুষ দাঁত দিয়ে নখ কাটে : মিম
বিদ্যা সিনহা মিম

নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। আসন্ন ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পাবে তার অভিনীত চলচ্চিত্র ‘পরাণ’। আপাতত চলছে প্রচারণা।

বৃহস্পতিবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন মিম। সেখানে দেখা যাচ্ছে, শুয়ে দাঁত দিয়ে নখ কাটছেন নায়িকা। পরনে নীল-সাদা প্রিন্টেড কামিজ, সঙ্গে সাদা সালোয়ার-ওড়না।

- Advertisement -

ক্যাপশনে লিখেছেন, ‘প্রেমে পড়লে মানুষ হুদাই দাঁত দিয়ে নখ কাটে। একলা একলাই হাসে।’ নিচে লেখেন ‘পরাণ’। সঙ্গে লাভের ইমোজি। বুঝা যাচ্ছে, নিজের আসন্ন সিনেমার প্রচারেই এমন ক্যাপশন দিয়েছেন মিম।

গত ২৭ জুন ‘পরাণ’ চলচ্চিত্রের ‘চলো নিরালায়’ শিরোনামের গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় গানটি ঘিরে নেটিজেনদের আগ্রহ বাড়ে। অনেকেই গানটির প্রশংসা করেছেন। পরবর্তীতে ‘জ্বলেরে পরান’ শিরোনামের টাইটেল গানটিও আলোচনায় আসে।

‘পরাণ’ চলচ্চিত্রে মিমের সঙ্গে প্রধান দুই চরিত্রে আছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ‘চলো নিরালায়’ গানে মিম-রাজের কেমিস্ট্রি দেখে রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্রটি দেখতে দর্শকদের আগ্রহ বেড়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles