
কানাডায় গাঁজা বিক্রির একটি পরিসংখ্যান প্রকাশ করেছে স্ট্যাটিস্টিকস কানাডা। সেখানে প্রদেশভিত্তিক বিক্রয় তথ্যও রয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, জুলাইয়ে অন্টারিওতে গাঁজা বিক্রির পরিমাণ ছিল ১২ কোটি ৬৬ লাখ ডলার। এছাড়া মাসটিতে আলবার্টায় ৬ কোটি ৬০ হাজার, কুইবেকে ৫ কোটি ২০ লাখ ডলার, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪ কোটি ৮৫ লাখ ডলার, সাস্কেচুয়ানে ১ কোটি ৩২ লাখ ডলার, ম্যানিটোবায় ১ কোটি ২৮ লাখ ডলার, নিউ ব্রান্সউইকে ৭৩ লাখ ডলার, নোভা স্কশিয়ায় ৮৭ লাখ ডলার এবং নিউফাউন্ডল্যান্ডে ৫৩ লাখ ডলার মূল্যের গাঁজা বিক্রি হয়েছে।
২০১৮ সালের অক্টোবরে বৈধ করে দেওয়ার পর সমগ্র কানাডায় গাঁজার বিক্রি দ্রুত গতিতে বাড়ছে। কোভিড-১৯ এর সময়টাতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও খুচরা বিক্রেতারা বাজার চাঙ্গা হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী।
রিটেইল ক্যানাবিস কাউন্সিল অব অন্টারিওর অ্যাডাম ভাসোস বলেন, আমাদের প্রত্যাশা অবৈধ বাজার একদিন নির্মূল হবে। তখন মাসিক বিক্রি ১০০ থেকে ২০০ কোটি ডলারে পৌঁছাবে। অর্থাৎ অ্যালকোহলের বাজারকে ধরে ফেলবে এটি।
বিক্রির হিসাবে চলতি বছর ২০২০ সালকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ক্যানাবিস কাউন্সিল অব কানাডার জর্জ স্মিথারম্যান বলেন, আগামী কয়েক বছর গাঁজা শিল্পের আকার ও কানাডার অর্থনীতিতে এর অবদান উল্লেখযোগ্য হয়ে উঠবে।