9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ওকে ফুচকা দাও, পয়সা আমি দেব: বাংলাদেশি পর্যটকের উদ্দেশে মমতা

ওকে ফুচকা দাও, পয়সা আমি দেব: বাংলাদেশি পর্যটকের উদ্দেশে মমতা - the Bengali Times
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জি তার কথা ও কাজে মানুষের খুব কাছে যেতে পারেন। এবার তাকে দার্জিলিংয়ের শিশুদের এবং একজন বাংলাদেশি পর্যটককে ‘ফুচকা’ বানিয়ে পরিবেশন করতে দেখা গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) দার্জিলিংয়ের জনপ্রিয় একটি হিল রিসোর্টে তিনি তাদের ফুসকা পরিবেশন করে খাইয়েছেন।

- Advertisement -

এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, মুখ্যমন্ত্রী সেখানকার একটি হাট গিয়ে স্টল থেকে উপস্থিত লোকজনকে ফুচকা বানিয়ে পরিবেশন করছিলেন। তখন রিসোর্টে একজন বাংলাদেশি পর্যটককে দেখে তিনি তাকেও ফুসকা বানিয়ে খাওয়ান।

স্টলের নারীদের সঙ্গে আলাপকালে তিনি জানতে পারেন, বাংলাদেশ থেকে একজন দার্জিলিংয়ে বেড়াতে এসেছেন।

মমতাকে ওই ভিডিওতে বলেন, ‘ও বাংলাদেশ থেকে এসেছে, আমার অতিথি, ওকে (ফুচকা) দাও, আমি পয়সা দিয়ে দিচ্ছি (তিনি বাংলাদেশ থেকে এসেছেন, তিনি আমাদের অতিথি। ওকে ফুচকা দাও, আমি টাকা দেব)’। এরপর মমতা ফুসকা বানিয়ে ওই পর্যটককে পরিবেশন করেন। এ সময় স্থানীয়রা তার ছবি তুলতে থাকেন। ভিডিওতে প্লেট হতে বাচ্চাদেরও দেখা যায়।

প্রসঙ্গত, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল আর্মির (জিটিএ) নব-নির্বাচিত বোর্ডের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দার্জিলিংয়ে রয়েছেন মমতা।

- Advertisement -

Related Articles

Latest Articles