
জলবায়ু পরিবর্তনের ক্ষতি এড়ানোর যে এখনও অনেক সময় আছে কানাডিয়ানদের তা বোঝাতে নতুন একটি প্রচারণা শুরু করছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের মেগান লেসলি বলেন, ভূমি ও প্রাণিদের সংরক্ষণের মধ্য দিয়ে প্রকৃতিতে যেমন রক্ষা করা যায়, একই সঙ্গে কার্বন নিঃসরণও এক-তৃতীয়াংশ হ্রাস করা সম্ভব হয়।
প্রতিষ্ঠানটির নতুন এক সমীক্ষা জানায়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী নন সিংহভাগ কানাডিয়ান। আগস্টের শেষ দিকে এক হাজার কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষায় অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশ জলবায়ু পরিবর্তন হ্রাসে আমাদের সামর্থ্য নিয়ে নৈরাশ্য প্রকাশ করেছেন। জলবায়ুকে গুরুত্বপূর্ণ বিষয় বলে বিশ্বাস করেন সমীক্ষায় অংশ নেওয়া ৬৫ শতাংশ কানাডিয়ান। আর এ ব্যাপারে পদক্ষে নিতে দেরি হয়ে গেছে বলে বিশ্বাস ১৪ শতাংশের।