6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নায়িকা নিরামিষাশী, চুম্বনের আগে মাংস খাওয়া ছাড়লেন নায়ক

নায়িকা নিরামিষাশী, চুম্বনের আগে মাংস খাওয়া ছাড়লেন নায়ক - the Bengali Times
থর লভ অ্যান্ড থান্ডার ছবিতে অভিনয় করেছেন দুই তারকা

নিরামিষাশী সহ অভিনেত্রী নাটালি পোর্টম্যানকে সম্মান জানাতে চুম্বনের দৃশ্যে অভিনয় করার আগে মাংস খাননি ক্রিস হেমসওয়ার্থ। একটি ব্রিটিশ সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় নাটালি পোর্টম্যান এমনটাই জানান।

সাম্প্রতি ‘থর: লভ অ্যান্ড থান্ডার’ ছবিতে অভিনয় করেন এই দুই তারকা। সাক্ষাৎকারে হলিউড নায়ক ক্রিস হেমসওয়ার্থ কেমন মানুষ প্রশ্ন করা হলে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানান সহ-অভিনেত্রী নাটালি পোর্টম্যান।

- Advertisement -

জানা যায়, নাটালি পোর্টম্যান কেবল নিরামিষাশী নন, তিনি প্রাণীজ খাবার-দাবার খান না। ব্যবহার করেন না কোনো প্রাণীজ সামগ্রীও।

এদিকে, পর্দায় ক্রিস হেমসওয়ার্থের সুঠাম দেহ দেখতে পছন্দ করেন অনেক ভক্তই। কিন্তু সেই স্বাস্থ্য ধরে রাখতে তাকে নিয়ম করে দৈনিক প্রায় ৪৫০০ ক্যালোরির খাবার খেতে হয়। আর এই ক্যালোরির চাহিদার অনেকটাই আসে মাংস থেকে।

নাটালি পোর্টম্যান জানান, ক্রিস চুম্বন দৃশ্যে অভিনয় করার দিন নিজের খাওয়া-দাওয়ার রুটিনে বদল আনেন। সেদিন সকাল থেকেই কোনো রকম মাংস খাননি ক্রিস। বিষয়টি জানতে পেরে নাটালি নিজেও অভিভূত হয়েছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles