8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

শরীরের গন্ধই জীবনসঙ্গীকে মুগ্ধ করে

শরীরের গন্ধই জীবনসঙ্গীকে মুগ্ধ করে - the Bengali Times

পুরুষের প্রতি নারীর আকর্ষণ অনেকটাই নির্ভর করে শরীরের গন্ধের উপর। বিশেষজ্ঞরা বলছেন, অনেক নারী তাদের প্রেমিক বা জীবনসঙ্গী নির্বাচন করার সময় শরীরের গন্ধকে প্রাধান্য দেয়। তবে এ ব্যাপারটি ঘটে একেবারে অজান্তে। বলা ভালো, অবচেতন মনই বিষয়টিকে উসকে দেয়। রোমান্টির সম্পর্ক স্থাপনে শরীরের গন্ধের গুরুত্ব অনেক।

- Advertisement -

পুরুষের ক্ষেত্রে এই ব্যাপারটি একটু আলাদা। নারীদের তুলনায় পছন্দটা একটু অন্যরকম। সমীক্ষা বলছে, মেয়েদের শরীরের হালকা মিষ্টি গন্ধই নারীর প্রতি পুরুষদের আকর্ষণ বাড়িয়ে তোলে।

বিশেষজ্ঞদের দেওয়া টিপস

>>> সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সময় পারফিউম ব্যবহার করতে চাইলে চেষ্টা করুন সঙ্গী কী ধরনের পারফিউম পছন্দ করেন- সেটা ব্যবহার করতে। তাহলে মন জিতে নেয়াটা সহজ হবে।

>>> শারীরিক সম্পর্ক স্থাপনের সময় কখনই কোনো পারফিউম ব্যবহার করবেন না। এ ব্যাপারে স্বাভাবিক শরীরের গন্ধই জীবনসঙ্গীকে মুগ্ধ করবে।

>>> এমন কোনো পারফিউম ব্যবহার করবেন না। যা সঙ্গীর বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সব সময়ই হালকা পারফিউমকে গুরুত্ব দিন।

- Advertisement -

Related Articles

Latest Articles