8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

স্ত্রী হয়ে থাকলে প্রতি মাসে ২৫ লাখ, নীতুকে ব্যবসায়ীর প্রস্তাব

স্ত্রী হয়ে থাকলে প্রতি মাসে ২৫ লাখ, নীতুকে ব্যবসায়ীর প্রস্তাব - the Bengali Times
নীতু চন্দ্রা

অভিনেত্রী নীতু চন্দ্রা বলিউড থেকে একপ্রকার হারিয়ে গেছেন। অথচ একসময় তার ঝুলিতে ছিল ‘গরম মসালা’, ‘ট্র্যাফিক সিগন্যাল’, ‘অ্যাপার্টমেন্ট ১৩ বি’-এর মতো জনপ্রিয় সব সিনেমা। তার অভিনীত ‘ওই লাকি! লাকি ওই’ ছবিটি পেয়েছে জাতীয় পুরস্কার।

অন্তরালে চলে যাওয়া নীতু চন্দ্রা হঠাৎ আলোচনায়।

- Advertisement -

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতু জানান, এক ব্যবসায়ী তাকে স্ত্রী হওয়ার জন্য প্রতি মাসে ২৫ লাখ রুপি বেতনের প্রস্তাব দিয়েছিলেন!
নীতু বলেন, ‘আমার হাতে তেমন কোনো কাজ ছিল না। অর্থকষ্টে ভুগছিলাম। ঠিক এমন সময় এক ব্যবসায়ী আমাকে প্রস্তাব দেন, তার স্ত্রী হলে প্রতি মাসে আমাকে ২৫ লাখ রুপি বেতন দেবেন। এমন প্রস্তাবে মারাত্মক আঘাত পেয়েছিলাম। আমার মনে হয়েছিল মরে যাই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে অবাঞ্ছিত বলে মনে হচ্ছিল। ’

নীতুর এই সাক্ষাৎকার এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা বলছেন, অনেকের থেকে নীতু প্রতিভাবান। তবে নেপোটিজমের কারণেই বলিউডে সুযোগ পাচ্ছেন না নীতু। অনেকে আবার বলছেন, সিনেমা নয় বরং নীতুর ওয়েব সিরিজে কাজের চেষ্টা করা উচিত।

- Advertisement -

Related Articles

Latest Articles