7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পাঁচ বছর আগে সব ওলট-পালট হয়ে গিয়েছিল : ফারিয়া

পাঁচ বছর আগে সব ওলট-পালট হয়ে গিয়েছিল : ফারিয়া - the Bengali Times
ছবি সংগৃহীত

দর্শকনন্দিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। নিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। আবার নানান সময়ে ব্যক্তিগত সম্পর্ক ও নানান বিরুপ মন্তব্যের কারণে বির্তকের মুখোমুখিও হয়েছেন তিনি।

বর্তমানে অভিনয়ে তেমন একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। প্রায় সময়ই ভক্তদের মাঝে শেয়ার করেন নিজের নানান কথা। এবার অবশ্য শেয়ার করলেন নিজের বাবাকে নিয়ে কিছু কথা।

- Advertisement -

তার বাবার চলে যাওয়ার এই দিনে তার ফেসবুকে বাবার সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘ঠিক পাঁচ বছর আগের এই দিনটায় আমার পুরো জীবন ওলোট-পালট হয়ে যায়, ওইদিন বাবা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়!

তিনি আরও লেখেন, “হঠাৎ সেদিন কিভাবে যেন বাসার ছোট্ তৃপ্তি থেকে আমি বড় হয়ে গেলাম। যদিও গত পাঁচবছরেও সেদিন সেসব ওলোট-পালট হয়েছে তা সামলাতে পারিনি। তাও বাবা ছাড়া খানিকটা অ্যাডজাস্ট করা সম্ভবত শিখে গেছি। রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”

প্রসঙ্গত, পেশাগত জীবনে শবনম ফারিয়ার বাবা ছিলেন একজন চিকিৎসক। ২০১৭ সালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান।

- Advertisement -

Related Articles

Latest Articles