8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘বন্ধু নয়’ এমন আরও ৫ দেশের নাম জানালো রাশিয়া

‘বন্ধু নয়’ এমন আরও ৫ দেশের নাম জানালো রাশিয়া - the Bengali Times

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আরও পাঁচটি দেশকে ‘অবন্ধু’ তালিকাভুক্ত করেছে মস্কো।

- Advertisement -

এক প্রতিবেদনে আরটি জানায়, শুক্রবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিসুসতিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে কালো তালিকাভুক্ত দেশগুলোর তালিকা প্রকাশ করে মস্কো। দেশগুলো হল- গ্রিস, ডেনমার্ক, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া।

এ নিষেধাজ্ঞার কারণে দেশগুলো মস্কোতে অবস্থিত নিজেদের দূতাবাসের জন্য নতুনভাবে কর্মকর্তা নিয়োগ করতে পারবে না। এছাড়া, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হবে।

‘বন্ধু নয়’ এমন আরও ৫ দেশের নাম জানালো রাশিয়া - the Bengali Times

গ্রিসের দূতাবাসে সর্বোচ্চ ৩৪, ডেনমার্ক সর্বোচ্চ ২০ ও স্লোভাকিয়া সর্বোচ্চ ১৬ কর্মকর্তা নিয়োগ করতে পারবে। আর স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া কূটনৈতিক মিশন ও কনস্যুলার ইনস্টিটিউশনে কর্মকর্তা নিয়োগ করতে পারবে না।

আরও নতুন কয়েকটি দেশ কালো তালিকার আওতাভুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মস্কো।

এর আগে কয়েকটি দেশকে ‘অবন্ধু‘ তালিকাভুক্ত করে রাশিয়া। দেশগুলোর সঙ্গে ইউরোর পরিবর্তে রুবলে গ্যাস লেনদেনের ঘোষণা দিয়েছেল রাশিয়া।

গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও চেক রিপাবলিক দেশগুলোর জন্য একই নিষেধাজ্ঞা আরোপ করেছিল মস্কো।

- Advertisement -

Related Articles

Latest Articles