
এক সপ্তাহ নাগাদ পোপ ফ্রান্সিসের কিউবেক শহরে আগমনের প্রস্তুতি বেশ ভালোমতই চলছে। তিনি কানাডায় এসে সেখানকার ক্যাথলিক আবাসিক স্কুলগুলিতে সংঘটিত নৃশংসতার জন্য আদিবাসীদের কাছে ক্ষমা চাইবেন।
প্রদেশে মোট দুটি সমাবেশ হবে। প্রথমটি বুধবার আব্রাহামের সমভূমিতে অনুষ্ঠিত হবে যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত।
মূল অনুষ্ঠানটি বৃহস্পতিবার কিউবেক সিটির উত্তর-পূর্বের একটি স্থানে গণ-জমায়েতে অনুষ্ঠিত হবে, যেখানে পোপ ক্ষমা প্রার্থনা করবেন। মন্ট্রিলের দক্ষিণ তীরে অবস্থিত একটি মোহাক হ্যামলেটের কাউন্সিল চিফ আর্নল্ড বোয়ারের মতে, “সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে, তাই লজিস্টিক সংক্রান্ত সমস্যা এড়াতে আপনাকে সকাল ৬টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে।
অ্যাসেম্বলি অফ ফার্স্ট নেশনস কুইবেক-ল্যাব্রাডরের প্রধান ঘিসলেন পিকার্ড উল্লেখ করেছেন যে, উক্ত অনুষ্ঠানে জীবিতদের অগ্রাধিকার দেবার জন্য আমরা আয়োজকদের যথেষ্ট চাপ প্রদান করেছিলাম। তারপরও যথেষ্ট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পিকার্ড আশাবাদী। পোপের সফরের আর মাত্র কয়েকদিন বাকি থাকার কারণে আদিবাসীরা এখন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।