12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

বাঙালি নারীর শারীরিক গঠন-সৌন্দর্যে নগ্নতা খাপ খায় না : শ্রীলেখা

বাঙালি নারীর শারীরিক গঠন-সৌন্দর্যে নগ্নতা খাপ খায় না : শ্রীলেখা - the Bengali Times

বলিউডের তারকা অভিনেতা রণবীর সিং। সম্প্রতি পোশাক খুলে ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন তিনি। এ নিয়ে ইতোমধ্যে অনেক তারকা অভিনয়শিল্পী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিষয়টি নিয়ে নিজের বক্তব্য জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

- Advertisement -

এই অভিনেত্রী বলেছেন, ‘হলিউডের টাইটানিক সিনেমায় কেট উইন্সলেটের যৌন মিলনের দৃশ্য স্বতঃস্ফূর্ত, ঝকঝকে। তা দেখতে এতটুকু খারাপ লাগে না। কিন্তু এমন দৃশ্যায়ন টলিউডে করতে গেলে দেখা যাবে তা কুৎসিত লাগছে।’

এই অভিনেত্রীর মতে, বাঙালি নারীর যে শারীরিক গঠন, সৌন্দর্য, তার সঙ্গে নগ্নতা বিষয়টা খাপ খায় না। তাই এ দেশের কোনও ফোটোগ্রাফার তাকে নগ্ন ছবি তোলার প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেবেন তিনি। তবে বিদেশি কেউ এমন প্রস্তাব দিলে রাজি হবেন তিনি।

এই অভিনেত্রীর ভাষায়, ‘ছবিটা কে কীভাবে তুলছে তার ওপর অনেক কিছু নির্ভর করে।’

এর আগে রণবীর সিংয়ের ছবি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, ‘ছবিটি পোস্ট করার পর ইন্টারনেটে লাইক, কমেন্টেসের ঝড় উঠেছে। এখানে যদি কোনো নারী থাকতো তবে কি পরিস্থিতি আলাদা হতো? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলে মন্তব্য করতেন? আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি। কিন্তু সেটা কোথায়?’

- Advertisement -

Related Articles

Latest Articles