2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পুলিশের গুলিতে উড়ে গেলে শিশুর মাথার খুুলি

পুলিশের গুলিতে উড়ে গেলে শিশুর মাথার খুুলি - the Bengali Times

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা থামাতে গিয়ে পুলিশের ছোঁড়া গুলিতে দেড় বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার জুলাই রানীশংকৈল উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ৩ নম্বর ভাংবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

মৃত শিশু আশা উপজেলার মিরডাঙ্গী বাজার গুচ্ছগ্রাম এলাকার মো. বাদশার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোটের ফলাফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে যান তার মা। ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় গুলি লেগে শিশুটির মাথার খুলি উড়ে যায়। পরে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু মারা গেছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ। এ সময় এ ঘটনা ঘটে।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles