7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‌‘বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় ৩৫ কোটি’

‌‘বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় ৩৫ কোটি’ - the Bengali Times

পৃথিবীতে বর্তমানে বাংলাভাষী মানুষের সংখ্যা প্রায় ৩৫ কোটি বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

- Advertisement -

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলার প্রধান মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বঙ্গবন্ধু শতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে ভারতের আগরতলা থেকে বৃহৎ কলেবরে প্রকাশিত ‘আন্তর্জাতিক স্মারকগ্রন্থ’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোস্তাফা জব্বার আরও বলেন, ৩৫ কোটি মানুষের এই ভাষা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা। সব পণ্ডিত স্বীকার করেন, পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা হচ্ছে বাংলা। সেই বাংলা ভাষার অধিকারী আমরা, এটি গর্বের বিষয়।

তিনি বলেন, ত্রিপুরাবাসী বঙ্গবন্ধুকে নিয়ে যে স্মারকগ্রন্থ বানিয়েছে তার মাধ্যমে তারা শুধু বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নয়, সমগ্র বাঙালি জাতিকে শ্রদ্ধা জানিয়েছেন।

স্মারকগ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন কবি অসীম সাহা। এ ছাড়া অনুষ্ঠান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিতিক সেলিনা হোসেন।

- Advertisement -

Related Articles

Latest Articles