7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মাত্র দুটি উপায় মানলেই উধাও হবে ক্যান্সার

মাত্র দুটি উপায় মানলেই উধাও হবে ক্যান্সার - the Bengali Times

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি বলেন, ‘ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

- Advertisement -

তার মতে, মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিতে হবে। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যায়।

২. এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করতে হবে। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভালো কাজ করে। পাশাপাশি প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খেলেও ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ করতে বলেছেন ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি। ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে কয়েক বছর ধরে তিনি বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles