5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

রবীন্দ্রনাথ-নজরুল দেবতা নন: নোবেল

রবীন্দ্রনাথ-নজরুল দেবতা নন: নোবেল - the Bengali Times
কণ্ঠশিল্পী নোবেল ও তার ফেসবুক পোস্ট

বিকৃত, রুচিহীন ও জনমনে অসন্তোষ সৃষ্টিকারী কন্টেন্ট তৈরির অভিযোগে আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। সেখানে তাকে বিকৃত সুরে গান গাওয়া, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক পরে অভিনয় এবং কন্টেন্ট তৈরি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টিতে ‘ব্যক্তিগত স্বাধীনতায়’ প্রশাসনের হস্তক্ষেপ বলে মন্তব্য করছেন অনেকেই।

- Advertisement -

এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতের সারেগামাপা প্রতিযোগিতায় পরিচিত পাওয়া কন্ঠশিল্পী নোবেল। আজ শুক্রবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!’

ওই পোস্টে রবীন্দ্রনাথ এ দেশের সাহিত্যে তেমন কোনো অবদান রাখেননি মন্তব্য করে নোবেল লিখেন, ‘যে রবীন্দ্রনাথ এ দেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই, তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এ দেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।’

- Advertisement -

Related Articles

Latest Articles